শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

নইমুল ইসলাম নায়ুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে প্রত্যুষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইয়াফি ব্রিকস এর কার্যক্রম চলছে। এতে করে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে অধ্যয়নরত কমলমতি শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে প্রত্যাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেখানে ২০১৮ সালে ইয়াফি ব্রিকস ইট ভাটা স্থাপন আইন অমান্য করে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক মন্টু শিক্ষা প্রতিষ্ঠানের কাছেই তাদের কার্যক্রম শুরু করে। এদিকে ইট ভাটা থেকে নির্গত ধোঁয়ায় শিক্ষার্থীরা হাঁচি, কাশি, অ্যাজমা, এলার্জিসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন।

আইন অনুযায়ী যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন করা যাবেনা। তবে সেই আইনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকেরা জানায়, ইট ভাটা স্থাপনের সময় বাঁধা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি দবিরুল ইসলাম কে ম্যানেজ করে জোরপূর্বক ইট ভাটা গড়ে তোলা হয়েছে। দ্রুত এ ইট ভাটা উচ্ছেদ করে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করা প্রয়োজন।

স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইট ভাটা কমলমতি শিক্ষার্থীদের জন্য ঝুকিপূর্ণ।

উপজেলা শিক্ষা অফিসার অতুল চন্দ্র বলেন, আমাদের স্কুলের পাশে ইটভাটা স্থাপনে কমলমতি শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এটা সরানোর জন্য দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 

ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হোসেন জানান, স্কুলের পাশে ভাটা স্থাপন অবৈধ। এসব অবৈধ ভাটায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব পলাশ কুমার দেবনাথ জানান, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইট ভাটা স্থাপনের কোনো নিয়ম নেই। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Post a Comment

Previous Post Next Post