সন্দ্বীপে প্রথমবারের মতো সর্পসচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপঃ প্রথমবারের মতো সন্দ্বীপে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সর্পসচেতনতা মূলক কর্মশালা সরকারি হাজী আব্দুল বাতেন কলেজে অনুষ্ঠিত হয়েছে।

  কর্মশালায় সাপের প্রতি সচেতনতা সৃষ্টি এবং সাপের সঙ্গে নিরাপদ সহাবস্থান নিয়ে আলোচনা করা হয়।কর্মশালার মূল বিষয় ছিল সাপে কাটলে করণীয়, কুসংস্কার দূরীকরণ এবং পরিবেশে সাপের গুরুত্ব। 

এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সিনিয়র শিক্ষক মনির হোসেন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। কর্মশালায় চট্টগ্রামের সিনিয়র রেসকিউয়ার মাহাদী হিমু, সন্দ্বীপ প্রতিনিধি আরমান, সংগঠনের সদস্য আমির হোসাইন সাউন, সজীব মজুমদার ও মিতু সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ কর্মশালার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সাপ সম্পর্কে সঠিক ধারণা প্রদান এবং সাপের প্রতি সচেতনতা বৃদ্ধি,ভুল ধারণা দূর করে সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত হয়।

Post a Comment

Previous Post Next Post