পাকিস্তানের আকাশসীমা বন্ধে ৫০০০ কোটি রুপি ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া, ভর্তুকি চায় সব এয়ারলাইনস

নয়া বাংলা ডেস্কঃ পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ করে দিয়েছে। এতে ভারতীয় এয়ারলাইনগুলোর সব আন্তর্জাতিক ফ্লাইটকে ঘুরপথে যেতে হচ্ছে। এতে সময়, জ্বালানিসহ অন্যান্য খরচ বাড়ছে। এর মধ্যে শুধু এয়ার ইন্ডিয়ারই অতিরিক্ত ৬০ কোটি মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় ৫ হাজার ৩২ কোটি ৩৩ লাখ রুপিরও বেশি। গতকাল রয়টার্স কোম্পানির অভ্যন্তরীণ চিঠির সূত্রে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যদি আগামী এক বছর পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ রাখে, তাহলে উড়োজাহাজগুলো ঘুরপথে চালানোর কারণে অতিরিক্ত জ্বালানি খরচসহ অন্যান্য ব্যয় যোগ হয়ে এই বিপুল অঙ্কের ক্ষতি হতে পারে। ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সতর্ক করে বলেছে, উড়ানের সময় বেশি লাগলে যাত্রীদের ওপরও এর প্রভাব পড়বে। ফলস্বরূপ, এয়ার ইন্ডিয়া আশঙ্কা করছে, এই নিষেধাজ্ঞা যত দিন বহাল থাকবে, প্রতিবছর তাদের ৫৯ কোটি ১০ লাখ ডলারের বেশি লোকসান হতে পারে। রয়টার্স জানিয়েছে, এয়ার ইন্ডিয়া ইতিমধ্যে সরকারের কাছে আনুপাতিক ভর্তুকির জন্য আবেদন করেছে।

Post a Comment

Previous Post Next Post