কুড়িগ্রামে ৩০ একর জমিতে হচ্ছে ডিসি পার্ক দ্রুত বাস্তবায়ন চায় জেলাবাসী

মুনতাসিম বিল্লাহ তানিম, কুড়িগ্রাম নাগেশ্বরী প্রতিনিধি: বৈষম্য ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ নাহিদ ইসলাম বলেন, কুড়িগ্রাম ডিসি পার্কটি বাস্তবায়ন হলে জেলার মানুষের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ হবে।এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ।নামকরনের ক্ষেত্রে আমাদের কোন আপত্তি নেই।যে নামেই হোক না কেন নাম কোন বিষয় না। কুড়িগ্রামের উন্নয়ন হোক এটাই চাই।

নাগরিক কমিটি কুড়িগ্রাম জেলা সংগঠক মোঃ মুকুল মিয়া বলেন,কুড়িগ্রামের মানুষের বিনোদনের জন্য কোন জায়গা নেই।ধরলা ব্রীজের পূর্ব পাড়ে সরকারের প্রায় ৩০ একর জমি পড়ে আছে। সেখানে কুড়িগ্রাম ডিসি পার্ক হলে জেলাবাসী বিনোদনের একটা জায়গা পাবে।আমরা জেলা সমন্বয় মিটিং এ কুড়িগ্রাম ডিসি পার্ক নামকরন করার মতামত দিয়েছি।চলবে।নাম যাই হোক দ্রুত কার্যক্রম শুরু করার অনুরোধ জানিয়েছেন বলে জানান তিনি। 

জামায়াতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলার আমীর মুফতি আব্দুল মতিন ফারুকী বলেন,কুড়িগ্রাম ডিসি পার্ক বা ডিসি পার্ক কুড়িগ্রাম যে নামেই হোক আমাদের কোন আপত্তি নেই। জেলা সমন্বয় মিটিং এ সকলের মতামত নিয়ে কুড়িগ্রাম ডিসি পার্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এটি দ্রুত বাস্তবায়ন হোক বলে জানান তিনি। 

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, প্রস্তাবিত ডিসি পার্ক নিয়ে জেলা প্রশাসন আয়োজিত সমন্বয় মিটিং এ গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানকারি দল বিএনপি,জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,জাতীয় নাগরিক পার্টি ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় কুড়িগ্রামে চিত্ত বিনোদনের জন্য একটি পার্কের প্রয়োজন।এ লক্ষ্যে ধরলা সেতুর পাশের মাধবরাম এলাকায় কুড়িগ্রাম ডিসি পার্ক গড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম জেলা ও জেলার বাইরে থেকে আসা মানুষজন বিনোদনের সুযোগ পাবে।নামকরনের বিষয়ের জেলা প্রশাসকের ব্যাক্তিগত কোন মতবাদ ছিল না। উপস্থিত সকল প্রতিনিধিদের মতামতে কুড়িগ্রাম ডিসি পার্ক নামকরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post