শরিফ মিয়া স্টাফ রিপোর্টারঃ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।আরও জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যেকোনো সেবা পেতে এখন আর কারো দালালের শরণাপন্ন হতে হয় না। সাধারণ মানুষ, শিক্ষার্থী, কবি-সাহিত্যিক, সমাজসেবক, সাংবাদিকসহ নানা পেশার ব্যক্তিরা সরাসরি ইউএনওর কাছে গিয়ে তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন। উপজেলা পর্যায়ে টি.আর,কাবিটা,কাবিখা প্রকল্পের উন্নয়ন মূলক কাজে সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রতিটি প্রকল্পের রাস্তা পরিদর্শন করে সচ্ছতা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, হতদরিদ্রদের আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ, যৌতুক প্রতিরোধ, ত্রাণ বিতরণ, এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
অপরদিকে ৫ আগষ্ট পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। যার প্রভাব পরে শিক্ষা ব্যবস্থায়। এ অবস্থায় স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে নানাবিদ পদক্ষেপ গ্রহন করেন।ইউএনও মোঃ তৌহিদুর রহমান বলেন,যেখানেই চাকুরী করেছি শতভাগ স্বচ্ছতার সাথে নাগরিকদের সরকারী সেবা দেওয়ার চেষ্টা করেছি। সরকারি স্বার্থ রক্ষার পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। শত বাধা বিপত্তি পেরিয়ে সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর ইসলামপুর উপজেলা উপহার দিতে চাই। তিনি আরও বলেন, আমি হয়তো একদিন এ উপজেলায় থাকবো না, থেকে যাবে আমার কর্ম। তাই কর্মের মাধ্যমে এ উপজেলাবাসীর মনে স্থান পেতে চাই যতদিন ইসলামপুর উপজেলায় আছি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাব। সর্বোপরি দায়িত্ব পালনে উপজেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চান তিনি।
Post a Comment