ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও ডোমার ডিমলা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃস্বার্থে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোরশেদ আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শিহাব চৌধুরী, তিনি বলেন আমাদের নীলফামারী জেলার অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কে কারাবন্দি থেকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়া না হয় জোরালো আন্দোলনের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, বলেন আমাদের সবার প্রিয় নয়নের মনি, জেলে থাকবে আর আমরা বাইরে ঘুরবো এটা ঠিক নয় দ্রুত সময়ে আমাদের প্রিয় অভিভাবককে মুক্তি দেওয়ার আহ্বান জানাই। এবং জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দীর্ঘদিনের মজলুম কারাবন্দি নেতা, সাবেক ভিপি, শাহজান কবির লেলিন বলেন কোথাকার কোন দুদকের সাজানো মিথ্যা মামলায় আমাদের প্রিয় নেতাকে এভাবে আটকে রাখিয়ে তারা পরিচয় দিচ্ছে যে আমরা এখনো তাদের হাতে জিম্মি রয়েছি, কিন্তু আমাদের ধৈর্যের একটা সীমা রয়েছে, সেটা যদি পার হয়ে যায় কেউ আর ছাড় পাবে না এবং আমাদের একটাই দাবি যে আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন নয়তো পুরো নীলফামারী জেলা অচল করে দেওয়া হবে। ও জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন বলেন আমরা কোন সংঘাত চাই না, অতি দ্রুত আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। এবং সেই সাথে বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলা থেকে আশা নেতৃবৃন্দরা। ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সবুজ ইসলাম, সদস্য সচিব আলমগীর হোসেন সহ, ডোমার, সৈয়দপুর, নীলফামারী সদরসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিলে নীলফামারী স্বেচ্ছাসেবকদল এবং মুখরিত ছিলো মুক্তি মুক্তি চাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃস্বার্থে মুক্তির চাই।

Post a Comment

Previous Post Next Post