কুড়িগ্রামের রাজারহাটে দাম্পত্য কলহে যুবকের আত্মহত্যা স্ত্রীকে দায়ী করে বিষপান

মুনতাসিম তানিম :কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবকের আ ত্ম হ ত্যা র ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে চাকিরপশার ইউনিয়নের পাঠক গ্রামে সুমন মিয়া (২৬) নামের ওই যুবক বি ষ পা ন করেন

দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে। ঘটনার দিন স্ত্রী কিছু ছবি পাঠানোর পর মানসিকভাবে ভেঙে পড়েন সুমন এবং ঘরে থাকা কীটনাশক পান করেন।

অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃ ত্যু হয়। নিহত সুমন মিয়া স্থানীয় বাবলু মিয়ার ছেলে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তছলিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post