কুড়িগ্রামে আইসক্রিম ফ্যাক্টরিতে প্রশাসনের অভিযান, ফ্যাক্টরির পণ্য ধ্বংস ও জরিমানা

মুনতাসিম তানিম :কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধিঃ কুড়িগ্রাম পৌর শহরের সিএন্ডবি মোড় এলাকায় অনুমোদন ছাড়াই পরিচালিত একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন

 সোমবার (১২ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযানে 'সততা আইসক্রিম নামের ওই ফ্যাক্টরি থেকে ৮ ধরনের ভেজাল খাদ্যসামগ্রী, ৫২ বস্তা আইসক্রিম এবং একটি প্যাকেজিং মেশিন জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ফ্যাক্টরিটি এসব পণ্য উৎপাদন করে আসছিল বলে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে। 

এসব খাদ্যসামগ্রীতে ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম রং ব্যবহার করা হতো, যা বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অভিযানে ফ্যাক্টরির মালিক মোঃ আলমগীর হোসেনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে ৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, জেলা টাস্কফোর্স কমিটির সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন জানান, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে

Post a Comment

নবীনতর পূর্বতন