শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”এই প্রতিপাদ্যে ২৮ মে (বুধবার) থেকে ৩ জুন পর্যন্ত চলছে সপ্তাহব্যাপী চলমান রয়েছে বিভিন্ন সচেতনতামূলক ও জনসম্পৃক্ত কার্যক্রম।
পুষ্টি সপ্তাহের চতুর্থ দিনে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃ পুষ্টি, কৈশোরকালীন পূষ্ঠি ও প্রবীণ পুষ্টি নিয়ে আলোচনা ও ৩ টি হাফেজি মাদ্রাসায় পুষ্টিকর খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন , জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, ঢাকা এর সহকারী পরিচালক ডা. মোঃ বিল্লাল হোসেন। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, সেনেটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক কামরুজ্জামান কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্কুল, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক সভা, ক্যাম্পেইনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন