অতিরিক্ত খাজনা আদায়: ভূরুঙ্গামারী বাজারে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা আটক

মোঃ মনিরুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপির এক নেতাকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি হলেন ফরিদুল ইসলাম শাহীন শিকদার। তিনি ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (৩১ মে) দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম।

প্রশাসন সূত্রে জানা যায়, ফরিদুল ইসলাম শাহীন শিকদার দীর্ঘদিন ধরে বাজার এলাকায় প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত হারে খাজনা আদায় করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। সম্প্রতি কয়েকজন ভুক্তভোগী লিখিতভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয়।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে শনিবার দুপুরে বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত যৌথ বাহিনীর একজন কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করলেও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন