আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সিংড়ায় জামায়াতের শোকরানা মিছিল

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শোকরানা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্ এর সঞ্চালনায় এসময় বক্তব্যg দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, সিংড়া পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো. আল-আমিন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post