মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে মো. আমিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ জুন) বিকেল ৪টায় উপজেলার হাতিয়ান্দহ এলাকায় সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
অভিযুক্ত মো. আমিরুল ইসলাম হাতিয়ান্দহ গ্রামের মো. কফিল উদ্দিন সরদারের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার জানান, শনিবার বিকেলে উপজেলার হাতিয়ান্দহ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ধারার লংঘন এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। তাৎক্ষণাত তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।
Post a Comment