মুতাসিম বিল্লাহ তানিম কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে
গত ১৫ জুলাই দুপুর আনুমানিক ০২:১৫ ঘটিকায় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের এলএসডি গোডাউনের গেটের সামনে রৌমারী টু জামালপুর গামী পাকা রাস্তার উপর সিএনজি চালক- শেরপুর জেলার বকসিগঞ্জ থানাধীন মালিরচর এলাকার মোঃ সাজু মিয়া (৪১) ও কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন পাথরডুবি এলাকার মোঃ সবুজ মিয়া (২১) দ্বয়কে স্থানীয় জনসাধারণের সহোযোগিতায় ৪ (চার) টি ট্রাভেলস ব্যাগের ভিতরথেকে ৭ (টি) ইনটেক প্যাকেটে মোট= ২৮ (আটাশ) কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন কুড়িগ্রামের রৌমারীতে সিএনজিতে মাদক পরিবহনের সময় স্থানীয় জনসাধারণের তথ্যের ভিত্তিতে ২ জন মাদক কারবারিকে ২৮ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। এই সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে।
Post a Comment