দিনমজুর আলমগীর অসুস্থ, চিকিৎসায় সহায়তার আবেদন

ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫(মঙ্গলবার)
জীবন-জীবিকার তাগিদে প্রতিদিন ভোরে ঘর থেকে বের হতেন কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট গ্রামের বাসিন্দা দিনমজুর আলমগীর হোসেন (৩২)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি শয্যাশায়ী। পরিবারের একমাত্র আয়ের উৎস হওয়া সত্ত্বেও বর্তমানে তিনি অচল হয়ে পড়ে অসহায় জীবনযাপন করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ জুলাই তারিখে পায়ের অস্ত্রোপচার হয় আলমগীরের। অপারেশনের পরও তিনি দীর্ঘদিন ব্যথায় ভুগতে থাকেন। ওষুধের ওপর নির্ভর করে কোনোমতে দিনমজুরের কাজ চালিয়ে যান তিনি। কিন্তু গত ১০ আগস্ট ২০২৫ তারিখে তিনি হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে পড়েন এবং পুরোপুরি অচল হয়ে পড়েন।

চিকিৎসকরা জানিয়েছেন, পুনরায় তার পায়ের অস্ত্রোপচার প্রয়োজন। তবে এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আলমগীরের পরিবারের পক্ষে। বর্তমানে স্ত্রী ও দুটি ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

স্থানীয়রা জানান, আলমগীর পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে এলাকায় পরিচিত। প্রতিদিন কষ্টের আয়ে পরিবারের ভরণপোষণ করতেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে।

চিকিৎসা ব্যয় নির্বাহে তিনি সমাজের হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন—
 বিকাশ/নগদ নম্বর: 01826412367

Post a Comment

নবীনতর পূর্বতন