মাঠে বৃক্ষমেলা-২০২৫ উদ্বোধন করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বৃক্ষমেলা-২০২৫ উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন
১০ লাখ গাছ লাগিয়ে গড়ে তোলা হবে ‘গ্রীন চট্টগ্রাম’

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি 
চট্টগ্রাম | ১৩ আগস্ট ২০২৫ (বুধবার)
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (১৩ আগস্ট) নগরীর লালদিঘী মাঠে শুরু হওয়া এই মেলায় ৬১টি স্টলে প্রদর্শিত হচ্ছে নানা রঙ-বেরঙের গাছ ও চারার সমাহার। মেলা চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন পরিবেশ রক্ষায় ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন সরবরাহ ও কার্বন-ডাই অক্সাইড শোষণ করে গাছ আমাদের জীবনধারাকে সহায়তা করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ—যতদিন গাছ বেঁচে থাকবে, ততদিন আমলনামায় সওয়াব লেখা হবে।”

মেয়র শিশুদের জন্য স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “ময়লা জানালা বা রাস্তার বাইরে না ফেলে নির্ধারিত ঝুড়িতে ফেলতে হবে, যাতে নালা ভরাট না হয় এবং পরিবেশ সুরক্ষিত থাকে। নিয়মিত দাঁত ব্রাশ, সকালের নাস্তা গ্রহণ ও সততার চর্চা শিশুদের সুস্থ বিকাশে সহায়ক।”

স্মৃতিচারণ করে মেয়র আরও বলেন, “একসময় বাংলাদেশ ছিল বনভূমি ও সবুজে ভরপুর। কিন্তু অনিয়ন্ত্রিত দখল, পাহাড় উজাড় ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন মারাত্মকভাবে কমে গেছে। তাই সকলকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমরসহ চসিকের বিভিন্ন বিভাগের প্রধান ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Post a Comment

নবীনতর পূর্বতন