ভূরুঙ্গামারীতে গ্রাম পর্যায়ে অভিযান, স্থানীয় আওয়ামী নেতাকর্মী গ্রেফতার

মোঃ মনিরুল ইসলাম, 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) দিনগত গভীর রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সদস্য মোঃ আলা বকসের পুত্র আতিকুর রহমান (৩৮), পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মৃত শহর উদ্দিন এর পুত্র মোঃ আব্দুল মালেক ওরফে মানিক (৫৭)। শিলখুড়ি ইউনিয়ন দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সভাপতি মৃত ময়েন আলীর পুত্র মোঃ নুর ইসলাম ওরফে নুরু (৫৪),  শিলখুড়ি ইউনিয়ন কৃষক লীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মৃত ময়েজ উদ্দিনের পুত্র মোঃ নজরুল ইসলাম (৬০), আন্ধারীঝার ইউনিয়ন আওয়ামী লীগের ১নং কার্যকরী সদস্য মৃত ওয়াহেদ আলীর পুত্র মোঃ মোতাব্বের হোসেন (৭৮), 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-হেলাল মাহমুদ বলেন, "নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।"

Post a Comment

নবীনতর পূর্বতন