শরিফ মিয়া স্টাফ রিপোর্টার
জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে আজ ২০ এপ্রিল, রবিবার, বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজে মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতন, চুরি-ছিনতাই, অশ্লীলতা, ইভটিজিং, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল্লাহ সাইফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।
এ সময় ২ নম্বর বেলগাছা ইউনিয়নের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়, ইসলামপুর থানার ওসি এবং উপস্থিত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন