কুড়িগ্রামে শব্দ দূষণবিরোধী অভিযান: ৫টি পরিবহনে জরিমানা, ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে “আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প” এর আওতায় সারা দেশে একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে কুড়িগ্রাম টু ভুরুঙ্গামারী মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।  

বুধবার (৩০ এপ্রিল) নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করায় ৫ টি পরিবহনকে ৫টি মামলায় ৩০০০/- অর্থদণ্ড আরোপপূর্বক নগদ আদায় এবং ০৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। 

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রিতম কুন্ডু। 

উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম এবং আইন-শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দ ।

Post a Comment

Previous Post Next Post