বালিয়াকান্দিতে রাজবাড়ী হাফেজ মাওলানা একাদশ ও ফরিদপুর হাফেজ মাওলানা একাদশের মধ্যে ব্যতিক্রমী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম , রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইসলামী অনুশাসন মেনে রাজবাড়ী জেলা হাফেজ মাওলানা ফুটবল একাদশ ও ফরিদপুর জেলা হাফেজ মাওলানা ফুটবল একাদশের মধ্যে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই ব্যতিক্রমী খেলাটির আয়োজন করে বাড়াদী, নারায়ণপুর, বহরপুর, শেকাড়া (বিএনবিএস) স্পোটিং ক্লাব।

বুধবার (০২ জুলাই) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে এই ফুটবল টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলায় যে দু'টি দল অংশগ্রহণ করে তারা রাজবাড়ী জেলা হাফেজ মাওলানা ফুটবল একাদশ ও ফরিদপুর জেলা হাফেজ মাওলানা ফুটবল একাদশ। 

আয়োজক কমিটির সদস্যগণ বলেন, এলাকার মানুষের একটু আনন্দ দেওয়ার প্রয়াসে এই ব্যতিক্রমী খেলাটি আয়োজন করা হয়। আমাদের এই ব্যতিক্রমী আয়োজন শুধু সকলের নজরে আনার জন্য। ইসলাম ধর্ম ও শরিয়তের সব জেনে ও ইসলামী অনুশাসন মেনেও ফুটবল খেলা যায় এটাই তার প্রমাণ। সকল খেলোয়ার পাজামা, ট্রাউজার পরিহিত অবস্থায় খেলায় অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শণ করেন। শুধু তাই নয় এটাতে শরীর চর্চাও হয়েছে বলে মন্তব্য করেন খেলোয়ারগণ।

তারা আরও বলেন, আজকের এই খেলাটি আপনাদেরকে একটু বিনোদন দেবার প্রয়াসে আমরা আয়োজন করেছি। আশা করছি সবার একটু হলেও আনন্দ দিতে পেরেছি। 

খেলায় ফরিদপুর জেলা হাফেজ মাওলানা ফুটবল একাদশের পক্ষে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ মুঈনদীন, মাসুদুর রহমান, সেনিম হুসাইন (অধিনায়ক),আশিক রহমান, আশরাল, হুমায়ূন কবির, মতিয়ার রহমান, মোঃ সাহীম হোসেন, আনিছুর রহমান, মিজানুর রহমান, রায়হান হোসেন, মোঃ মুহসিন ও আবু জাফর।

রাজবাড়ী জেলা হাফেজ মাওলানা ফুটবল একাদশের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন, হাফেজ মাওলানা মুসা (অধিনায়ক), মাওলানা জাহিদ হাসান, মাওলানা মনির হোসেন, হাফেজ আবুল বাসার, হাফেজ সাব্বির হোসেন, মাওলানা নূর ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মিকাইল ইসলাম, মাওলানা আমিন, হাফেজ আক্তার হোসেন ও হাফেজ সোহেল রানা।

খেলায় রাজবাড়ী জেলা হাফেজ মাওলানা ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে ফরিদপুর জেলা হাফেজ মাওলানা ফুটবল একাদশ বিজয় অর্জন করেন। 

খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রেফারি মোঃ নুরুল ইসলাম নুরু। তাকে সহযোগিতা করেন আবু বক্কার সিদ্দিক ও মোঃ নাজমুল হাসান।

Post a Comment

Previous Post Next Post