গণঅভ্যুত্থানে হামলার মামলায় ভূরুঙ্গামারী উপজেলা আ'লীগ সভাপতি আটক

মো মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার মামলায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা আ'লীগের দীর্ঘদিনের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

মঙ্গলবার (২২ এপ্রিল) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে ২০৫/২৪ মামলায় আত্নসমর্পণ পূর্বক জামিনের আবেদন করলে আদালত শুনানি অন্তে জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন। 

শাহজাহান সিরাজ ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার কলেজ রোডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে উপজেলা সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ রয়েছে, তিনি এই হামলার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ছিলেন। এ ঘটনায় ছাত্র ও সাধারণ জনগণের অনেকে আহত হন, যার কারণে জুলাই অভ্যুত্থানকালীন সময়ে এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এছাড়াও, সভাপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, পদ বিক্রি, এবং দলীয় প্রতীকে চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে আর্থিক লেনদেনসহ একাধিক অভিযোগ উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, তিনি তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন এবং দলের ভিতরে স্বজনপ্রীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন।

Post a Comment

Previous Post Next Post