ইসলামপুরে দায়িত্বে অবহেলায় ৫ শিক্ষক ও অসদুপায়ে ৪ পরীক্ষার্থী বহিষ্কার


শরীফ মিয়া স্টাফ রিপোর্টার:জামালপুরের ইসলামপুরে চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে পাঁচজন শিক্ষক এবং অসদুপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) উপজেলার ৪নং চর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন করে দায়িত্বে অবহেলার কারণে ওই পাঁচজন শিক্ষক এবং অসদুপায় অবলম্বনের কারণে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত সহকারী শিক্ষকরা হলেন: ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের নাছিমা বেগম, বেনুয়ার চর এম.এইচ. উচ্চ বিদ্যালয়ের আলম ওয়ালিউল্লাহ, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শাহজাহান কবির, ৪নং চর হাই স্কুল অ্যান্ড কলেজের মো. রহুল আমিন এবং পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের রাসেল সরদার।

কেন্দ্র সূত্রে জানা যায়, বহিষ্কৃত শিক্ষকরা দায়িত্বপ্রাপ্ত কক্ষ ছেড়ে অন্য কক্ষে গিয়ে শিক্ষার্থীদের প্রশ্নোত্তরে সহযোগিতা করায় এবং পরীক্ষার আচরণবিধি ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ২,৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন এবং ভোকেশনালে ৫৪৮ জনসহ মোট ৪,২২৭ জন পরীক্ষার্থী ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার দায়ে ৫ জন শিক্ষক এবং অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে।

Post a Comment

Previous Post Next Post