মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার শেরকোল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
শনিবার (৩রা মে) বেলা ১১টায় ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি।
ঈদগাহ মাঠের সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুন্ডু, শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব রাসেল কবির কালাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক সাহা, ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সবুজ মাহমুদ, নাটোর শহর জামায়াতের প্রচার সম্পাদক আব্দুর রহমান, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ, ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোর্শেদ প্রমুখ।
Post a Comment