নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১৭ মে) দলটির পক্ষ থেকে এ ঘোষণা আসে।নাসিরনগরর উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেলের মুখপাত্র মো. জাহিদুল ইসলাম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন
ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর): অধ্যাপক আমিনুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া -২ (আশুগঞ্জ-সরাইল)- মোবারক হোসাইন আকন্দ (জেলা আমীর),ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর-বিজয়নগর) - জোনায়েদ হাসান,ব্রাহ্মণবাড়িয়া -৪ (আখাউড়া-কসবা)- আতাউর রহমান সরকার,ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর)- এডভোকেট আব্দুল বাতেন (সুপ্রীম কোর্ট) ও ব্রাহ্মণবাড়িয়া -৬ (বাঞ্ছারামপুর)- অধ্যাপক নকিবুল হুদা।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই দলীয় প্রার্থী ঘোষণা করবে কেন্দ্র। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলীয়ভাবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে পর্যালোচনার পর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। দুর্নীতি, শোষণ-পীড়ন, ও মাদক-সন্ত্রাসমুক্ত মানবিক সমাজ গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।
Post a Comment