নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িযাঃ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে নদীতে গোসল করতে নেমে জনি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের তীরবর্তী নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জনি উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের মেরাজ মিয়ার ছেলে।

জানা গেছে , বাবা-মায়ের সঙ্গে জনি খাগালিয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকালে খাগালিয়া গ্রামের তীরবর্তী নদীতে গোসল করতে নামে বারো বছরের শিশু জনি ; সেখানে নদীর স্রোতে সে পানিতে তলিয়ে যায়।

প্রায় ঘন্টা খানিক খোঁজা খুঁজি করে নদী হতে লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম চলছে।

Post a Comment

নবীনতর পূর্বতন