মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরকোল ইউনিয়ন শাখার উদ্যোগে ও আবু বকর শেরকোলী এমপি ফাউন্ডেশনের সার্বিক অর্থায়নে তিনটি পৃথক জায়গায় গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৯ মে) বেলা ১১টায় শেরকোল ইউনিয়নের কংশপুর, মাঝপাড়া ও পুঠিমারী বাজারে নলকূপ স্থাপনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, সেক্রেটারী অধ্যাপক এন্তাজ আলী, ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রহিম, সেক্রেটারি লোকমান হোসেন মজনু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ, শেরকোল ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন