কুড়িগ্রামে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১৭ মে) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের মডেল মসজিদের মাঠ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষক প্রতিনিধিরা।

আন্দোলনে অংশ নেন শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার সরদার, শিক্ষক আশফাকুর রহমান, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী (চিলমারী), মাওলানা রুহুল আমিন (নাগেশ্বরী), মাওলানা একরামুল হক (ফুলবাড়ী), মাওলানা আমিনুল ইসলাম (উলিপুর), মাওলানা আব্দুস সালাম (রাজারহাট), সুপারভাইজার মাওলানা ওবায়দুল হক, উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মিনারুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকরা।

শিক্ষকরা জানান, পাঁচ মাস ধরে বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া তাদের চাকরি স্থায়ীকরণ, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি, ঈদুল ফিতর ও ঈদুল আজহার বোনাস প্রদান এবং বর্তমান ৫ হাজার টাকা মাসিক বেতন বাড়িয়ে ১৫ হাজার টাকায় উন্নীত করার দাবিতে এ কর্মসূচি পালন করছেন।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে অত্যন্ত অল্প বেতনে দায়িত্ব পালন করলেও তাদের দাবি-দাওয়া মানা হচ্ছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা।

Post a Comment

Previous Post Next Post