গাজায় মানবিক বিপর্যয়: দুই-তিন দিন পর একবেলা খাবার পাচ্ছে লাখো মানুষ

সংবাদ ডেস্কঃ গাজায় ইসরায়েলের টানা ১৯ মাসের বোমাবর্ষণ ও কঠোর অবরোধের ফলে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (UNRWA) জানিয়েছে, বর্তমানে গাজার প্রায় ২০ লাখ মানুষ পুরোপুরি ত্রাণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

সংস্থাটি মঙ্গলবার (৭ মে) জানায়, শত-শত হাজার ফিলিস্তিনি এখন প্রতি দুই-তিন দিনে মাত্র একবেলা খাবার পাচ্ছেন। UNRWA অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ‘ক্ষুধানীতি’ অনুসরণ করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

গত ২ মার্চ থেকে গাজার সীমান্ত বন্ধ করে দেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। খাদ্য, ওষুধ, জ্বালানি ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে সেখানকার মানুষ।

গাজার সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে প্রাণ হারিয়েছে অন্তত ৫৭ জন, যাদের অধিকাংশই শিশু। এছাড়া হাজার হাজার মানুষ গুরুতর অপুষ্টিতে ভুগছে।

মানবিক সাহায্য কর্মীরা পরিস্থিতিকে ‘সম্ভবত গাজার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।

Post a Comment

Previous Post Next Post