নারীদের নোংরা ভাষায় গালিগালাজ অভিযোগে হেফাজতকে ছয় নারীর লিগ্যাল নোটিশ

নয়া বাংলা ডেস্কঃ নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম ও অন্যান্য কিছু সংগঠন। প্রতিবেদন বাতিলের দাবিতে একাধিক সমাবেশ করেছে হেফাজত। সমাবেশে নারীদের নোংরা ভাষায় গালিগালাজের অভিযোগে হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ পাঠালেন ছয় নারী। জানা গেছে, ছয় নারীর মধ্যে তিন জন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী। বাকি তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

লিগ্যাল নোটিশটির বিষয়ে এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা বলেন, ‘পাবলিক প্লেসে নারীকে বেশ্যা বলার কারণে আমরা নোটিশটি পাঠিয়েছি। অ্যাডভোকেট পলাশের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়েছে। আশা করছি, কালকে তারা (হেফাজতে ইসলাম) নোটিশটি পেয়ে যাবে।’

Post a Comment

Previous Post Next Post