রাজবাড়ীতে দোকানের সামনে থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ॥ পরিবারের দাবী হত্যা


রাজবাড়ী প্রতিনিধিঃ 
রাজবাড়ীতে রুবেল সরদার (৪০) নামে এক মুদি দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আলম সরদারের ছেলে ও পাবলিক হেলথ মোড়ে মুদিখানার দোকান করতো।

বুধবার (৩০এপ্রিল) সকাল ৭ টার দিকে জেলা শহরের পাবলিক হেলথ মোড়ে জামান স্টোর নামে একটি দোকানের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে নিহতের পরিবারের দাবি, রুবেলকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে ধুলোবালি লেগে আছে। তার সঙ্গে অনেক ধস্তাধস্তি করা হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু নয়। এটি তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করেছেন তারা।

পুলিশ সূত্রে জানাগেছে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর দিবাগত রাতে সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুুতির সময় রুবেল সরদার ও তার সহযোগী নাইম ইসলামকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি সুইস গিয়ার ছোরা উদ্ধার করা হয়। ডাকাতির প্রস্তুুতির ওই মামলায় জামিনে ছিল রুবেল।

জামান স্টোরের মালিক শাহিদুজ্জামান শাহিন বলেন, মঙ্গলবার ঝড়ের কারণে সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সকাল ৭টার দিকে তিনি খবর পান যে, তার দোকানের সামনে রুবেলের মরদেহ পড়ে আছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, ‘পাবলিক হেলথ্ মোড়ে একটি দোকানের বারান্দা থেকে রুবেল সরদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত  প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Post a Comment

Previous Post Next Post