শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গাতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হারুন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকায় নয় বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হারুন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে শিশুটির নিজ বাড়িতে শিশু কন্যাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় হারুন।এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিকটিম শিশুর পরিবারের কেউই যখন ঘরে ছিলো না, ঠিক তখনি হারুন তাদের বাড়িতে ফেরিওয়ালা হিসেবে যায়। ঘরে কেউ না থাকায় শিশুটিকে কৌশলে গায়ের কাপড় খুলে যখন ধর্ষণ চেষ্টা করে তখনি শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে হাতেনাতে ধরে সেখানকার নৃগোষ্ঠী সংগঠণ "বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ" এর কেন্দ্রিয় কমিটির কাছে খবর দেয়। পরে ওই সংগঠণের নেতৃবৃন্দের কাছে সে সব কিছু স্বীকার করে। পেশায় সে একজন ফেরিওয়ালা।তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা।তার পিতার নাম জানু মিয়া। চাপড়তলা হাই স্কুলের পাশে তার বাড়ি। 

পরে তাকে ত্রিপুরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা পুলিশে সোপর্দ করে।ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার কার্যক্রম চলমান।

Post a Comment

Previous Post Next Post