শিক্ষার্থীর ভর্তিতে সহায়তা: কুড়িগ্রামের মেধাবী ছাত্র মাইনুলের পাশে ছাত্রশিবির

মুনতাসিম তানিম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ অসচ্ছলতা যেন বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্নে। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে। টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থী মাইনুল ইসলামের সংগ্রামের চিত্র উঠে আসার পর, তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন মাইনুল। বিষয়টি নজরে আসার পর ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা তার ভর্তির দায়িত্ব গ্রহণ করে।

এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সেক্রেটারি রিয়াজুল ইসলাম। তার সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যেই মাইনুলের ভর্তি সম্পন্ন হয়।

মাইনুল ইসলাম বলেন, “ভর্তির আগে দুশ্চিন্তায় ছিলাম— কিভাবে খরচ চালাবো। ছাত্রশিবিরের সহায়তায় আজ আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।”

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post