চাতলপাড় ডিগ্রী কলেজের গভর্নিং বডি নির্বাচনের ফল ঘোষণা, বিজয়ী ৩, এর মধ্যে ৩ জনের ভোট সমান

নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার "চাতলপাড় ডিগ্রী কলেজ" এর গভর্নিং বডির নির্বাচনে ৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভোটে চারটি পদের বিপরীতে লড়েছিলেন ৬ প্রার্থী। বৃহস্পতিবার (২২ মে ) সকাল ১০টায় প্রতিষ্ঠানটিতে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। গণনা শেষে সন্ধ্যারাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে সর্বোচ্চ ভোট পেয়ে ১ ম স্থানে নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন। যিনি পেয়েছেন সর্বোচ্চ ১৬০ ভোট। 

তবে দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারন করতে গিয়ে

ঘটেছে বেশ চমকপ্রদ একটি ঘটনা।

তিন জন প্রার্থীর ভোটের সংখ্যা সমান সমান।

ওই তিন প্রার্থী সকলেই পেয়েছেন ৯৯ (নিরা নব্বই) ভোট। পরে প্রাপ্ত ভোটে সমান, প্রার্থীগণের মধ্যে লটারী করে ২ য়, ৩ য় স্থান বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এরা হলেন যথাক্রমেঃ -মো. এনামূল, মো. নজরুল ইসলাম। তবে সমান সংখ্যক ভোট পাওয়ার পরেও লটারীতে দূর্ভাগ্যজনক ভাবে ৪ র্থ হন মীর হোসেন।

ওই নির্বাচনে অংশগ্রহণকারী আরো দুইজনের মধ্যে অলক রায় পেয়েছেন ৯৫ ও আব্দুস শহিদ ওরফে গামছা শহিদ পেয়েছেন ৭১ ভোট।

চাতলপাড় ডিগ্রি কলেজ অবিভাবক সদস্য নির্বাচনকে  

ঘিরে দিনভর সাজ সাজ রব ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

Post a Comment

Previous Post Next Post