মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ শহরের মাসকান্দায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা সুপার গুরুতর আহত ও হামলাকারী ২ জনকে জনতা আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ময়মনসিংহ সদরের মধ্যবাড়েরার পাড় এলাকায় অবস্থিত আলকারীমূল রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাবুদ্দিনকে দূর্বৃত্তরা ছুরিকাঘাত করে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করেছে।তার শারীরিক অবস্থা খুবই গুরুতর। অস্ত্রাঘাতে বাম চোখের মারাত্মক ক্ষতি হয়েছে বলে চিকিৎসক জানান । অস্ত্রপচারে সফল না হলে অন্ধত্ব বরণ করতে হতে পারে।

ডাকচিৎকারে আশপাশে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সুপারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং ২ জন হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মাওলানা শাহাবুদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকের ভাষ্যমতে চোখের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করতে হবে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বলে জসনা যায়।
স্থানীয়রা জানান পূর্বশক্রতার জের হিসেবে মাওলানা শাহাবুদ্দিনকে হত্যার উদ্দেশ্য ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা করেছেন।
Post a Comment