জীবননগরে শত্রুতার জেরে দুই বিঘা জমির ৫২০টি পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মোঃ অমিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধিঃ রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই কৃষকের স্বপ্ন; অভিযোগের প্রস্তুতি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে শত্রুতার জেরে দুই বিঘা জমির প্রায় ৫২০টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দুই কৃষক ফারুক হোসেন (৩২) ও শাহিন আহমেদ (৩১), দুজনেই বাঁকা গ্রামের পশ্চিমপাড়ার খয়বার মন্ডলের ছেলে। তারা জানান, “আমরা দুই ভাই মিলে দুই বছর ধরে এই বাগান করেছি। এবারই প্রথম ফলন আসার কথা ছিল। কিন্তু শত্রুরা সব শেষ করে দিল।”

স্থানীয়রা জানান, রাতের আঁধারে কে বা কারা বাগানের সব গাছ কেটে ফেলে রেখে গেছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন অনেকে।

বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। “প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।”

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post