ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ৩ শতাধিক বাড়িঘরসহ ফসলের ব্যাপক ক্ষতি

শরিফ মিয়া স্টাফ রিপোর্টারঃ জামালপুরের ইসলামপুরে গত ১৭ মে রাত ৯.১৫ মিঃ সময় উপজেলা পৌরসভাসহ বেলগাছা ও সাপধরী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় ৩ শতাধিক বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ছোট ছোট আধা পাকা বাড়ি ঘর লন্ড ভন্ড গাছ উপড়ে ফেলেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত সাপধরী ইউনিয়নের জোড়ডোবা, উত্তর জোড়ডোবা, কোদালধুয়া, ভাংবাড়ি, ইন্দুল্যামারী, মন্ডলপাড়া, আকন্দপাড়া, চরশিশুয়া, কাশারিডোবা ও নামাচর, বয়ে যাওয়া ঘূর্ণী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে স্হানীয় চেয়ারম্যান মোঃ শাহ আলমকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি জানান গতকাল রাতে প্রবল ঘূর্ণীঝড়ে বাড়ি ঘরসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান

মন্নিয়া, সিন্দুরতলী, শিলদহ, বরুল এলাকায় লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে।

এছাড়া পৌরশহরের ব্যাপারীপাড়া ব্যাপক ক্ষতি হয়েছে বলে সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু মোবাইল ফোনে এই প্রতিবেককে জানান।

Post a Comment

Previous Post Next Post