অনলাইন ডেস্কঃ ভারতের সীমান্ত এলাকায় হামলার ঘটনার পর রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। দিল্লি সরকারের পরিষেবা বিভাগ নির্দেশ দিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সব সরকারি কর্মচারীর ছুটি বাতিল।
ইন্ডিয়া গেটের মতো পর্যটন এলাকাও খালি করে দিয়েছে পুলিশ। যান চলাচলে আনা হয়েছে কড়াকড়ি। জরুরি পরিস্থিতি সামাল দিতে জেলা ম্যাজিস্ট্রেটরা স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক করেছেন।
পুলিশ জানিয়েছে, রাতের পাহারা বাড়ানো হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।
উল্লেখ্য, গতকাল ভারতের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে, যার পর বহু এলাকায় ব্ল্যাকআউট হয় এবং সাইরেন বেজে ওঠে। এই ঘটনার পরই দেশজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
Post a Comment