ময়মনসিংহে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ আজ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ইংযথাযত মর্যাদায় পালিত হয়েছে। 

ময়মনসিংহ জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর , কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক দিবসটি উপলক্ষে আজ ১লা মে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।নগরীর টাউন হল প্রাঙ্গনে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম। 

প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল করিম কিবরিয়া, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু সাঈদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন। 

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post