মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও শহরের কাজীপাড়া কবরস্থান থেকে এক মৃত ব্যক্তির কঙ্কাল চুরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। কঙ্কালটি নদীর ধারে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ মে) বিকেলে শহরের গোবিন্দনগর কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কাদের ফকিরের ছেলে হাতেম আলি গোবিন্দনগর এলাকার কবরস্থান থেকে কঙ্কালটি তুলেছিলেন।
তবে কী উদ্দেশ্যে কঙ্কালটি নেওয়া হচ্ছিল, তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কবর খুঁড়ে কঙ্কালটি একটি চটের বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে সেটি কবরস্থানের পাশের নদীর ধারে ফেলে রেখে যাওয়া হয়।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।পরে সদর থানা পুলিশের সহায়তায় এবং স্থানীয়দের সহযোগিতায় ধর্মীয় রীতি মেনে পুনরায় মৃত ব্যক্তির দাফন কার্য সম্পন্ন হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ধর্মীয় রীতি অনুযায়ী উদ্ধারকৃত কঙ্কাল কবরে দাফন করা হয়েছে।
Post a Comment