শরিফ মিয়া স্টাফ রিপোর্টারঃ জামালপুর ইসলামপুরে ৫মে ২০২৫ সোমবার এই ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচালিত পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়
পরিচ্ছন্ন মানসিকতায়, পরিচ্ছন্ন বাংলাদেশ।
এই শ্লোগানকে সামনে রেখে আজ ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচালিত হলো পরিচ্ছন্নতার অভিযান।
এটি শুধুমাত্র একটি পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম নয়, বরং এটি একটি সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ। আমাদের লক্ষ্য ছিল, মানুষকে বোঝানো- পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং আমাদের প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্বও।
আমরা জানি, একদিনের অভিযানে পুরো এলাকা পরিষ্কার করা সম্ভব নয়। তবে এই অভিযানের মধ্য দিয়ে আমরা একটি বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি:
“আসুন, আমরা সবাই নিজে থেকেই সচেতন হই। যত্রতত্র ময়লা না ফেলে নিজে সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি।
পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, এটি একটি মানসিকতা। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন মানসিকতা গড়ে তুলি, গড়ে তুলি পরিচ্ছন্ন ইসলামপুর।
আয়োজনে: ক্লিন আপ ইসলামপুর।

একটি মন্তব্য পোস্ট করুন