দরিদ্র পরিবারের স্বপ্নভঙ্গ: মালয়েশিয়ায় প্রবাসী পিকুলের আকস্মিক মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসানঃ ভাগ্যের নির্মম পরিহাস স্বজনদের মুখে হাসি ফোটাতে গিয়েই চিরতরে নিথর হলেন পিকুল; শোকে স্তব্ধ সেজিয়া গ্রাম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের এক স্বপ্নবাজ তরুণ পিকুল। পরিবারের অভাব-অনটন দূর করতে মাত্র দুই বছর আগে পাড়ি জমিয়েছিলেন দূরদেশ মালয়েশিয়ায়। দিনরাত পরিশ্রম করে গড়তে চেয়েছিলেন এক আলোকোজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু সব স্বপ্ন ভেঙে চুরমার হলো এক আকস্মিক দুঃসংবাদের মাধ্যমে।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে প্রবাসেই ইন্তেকাল করেছেন পিকুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি ছড়িয়ে পড়তেই সেজিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। পিকুল ছিলেন বজলুর রহমানের ছেলে। তাঁর অকাল প্রয়াণে পরিবারসহ পুরো এলাকায় বইছে শোকের মাতম।

সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণের জীবনের করুণ পরিণতি সকলকে স্তব্ধ করে দিয়েছে। প্রবাসজীবনের কষ্ট আর স্বজনদের মঙ্গলকামনায় দিনরাত পরিশ্রম করে যাওয়া সেই পিকুল আজ নেই, আছে শুধু অশ্রুভেজা স্মৃতি।

Post a Comment

নবীনতর পূর্বতন