মাদক, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে নলতা ইউনিয়নে সচেতনতামূলক আলোচনা সভা

হাফিজুর রহমান সাতক্ষীরা (কালীগঞ্জ)
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫(শুক্রবার)
খানজিয়া বাজার, নলতা ইউনিয়ন, সাতক্ষীরা — মাদকদ্রব্য, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে আজ বিকাল পাঁচটায়  ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ছয় নম্বর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খানজিয়া বাজারে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অনুজা মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব অমিত কুমার বিশ্বাস, জনাব আরিজুল ইসলাম (নলতা ইউপি চেয়ারম্যান), জনাব মোঃ এলিচ মাহমুদ (কোম্পানি কমান্ডার, ১৭  বিজিবি  খানজিয়া বিওপি), বাবু মিলন কুমার এবং ফরহাদ হোসেন (সাদ্দাম) প্রমুখ। 

চেয়ারম্যানের দৃঢ় বার্তা: “মাদক ব্যবসায়ীদের কোনো সহায়তা নয়”  

নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আরিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, “যারা দেশের বাইরে যেতে চান, তারা যেন ইউনিয়ন পরিষদের মাধ্যমে সঠিকভাবে আলোচনা করেন।”  

তিনি জোর দিয়ে বলেন, “আমার পরিষদ থেকে কোনো মাদক ব্যবসায়ীকে কোনো ধরনের সাহায্য করা হবে না। আমি ও আমার পরিষদ মাদকবিরোধী অবস্থানে অটল।”  

তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে, তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে। এটি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি জাতীয় দুর্যোগ। আমি সকল অভিভাবককে অনুরোধ করবো, আপনার সন্তান যেন কখনো মাদকের ছোঁয়ায় না আসে।”  

তার বক্তব্যে জনসাধারণের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত হয়। 

মাদকবিরোধী লড়াইয়ে সাহসী কণ্ঠ জনাব মোঃ এলিচ মাহামুদ ১৭ বিচজবি  খানজিয়া বিওপির   

কোম্পানি কমান্ডার  বলেন, “আমি আপনাদের ভাই। আমার দিক থেকে মাদকবিরোধী সকল কার্যক্রম চালিয়ে যাব।”  

তিনি আরও বলেন, “আমার ইউনিট সর্বদা প্রস্তুত আছে। যদি কেউ মাদক ব্যবসায় জড়িত থাকে, আমরা আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আমি চাই, আপনারা আমাদের পাশে থাকুন—আমরা একসাথে এই সমাজকে মাদকমুক্ত করতে পারি।” 

জনাব রমজান বলেন, “মাদক এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।” 

এই আলোচনা সভার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন