বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞান অনুষদ কর্তৃক বদর দিবস উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

১৭ মে ২০২৫, রোজ রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ম্যাগাজিন ও পাঠাগার সম্পাদক সজিবুর রহমান উপস্থিত ছিলেন। 

বিজ্ঞান অনুষদ সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী আরিফের সঞ্চালনায় পরিচালিত এই অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষদের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম। 

কুইজ প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে মোট ১৫জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট এবং বই প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post