ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ৭বছরের সাজাপাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী গ্রেফতার ০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয় থানার মামলার ০৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ৭বছরের সাজাপাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক ০১জন আসামী গ্রেফতার করেছে। 

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার মামলা নং-১০, তারিখঃ ১০/১২/২০১৭ খ্রি., জিআর-২৯৬/২০১৭ মামলার ০৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম (৫০) ‘কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। উক্ত মামলার ০৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ময়মনসিংহ ফুলবাড়ীয়া থানা এলাকায় অবস্থান করছে মর্মে জানা যায়। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ১৭ মে শনিবার রাত অনুমান ০১:০০ ঘটিকায় ফুলবাড়ীয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৭ বছরের কারাদন্ডে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম (৫০), পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-জোরবাড়ীয়া পূর্ব ভাটিপাড়া, থানাঃ ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। 

 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post