ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসানঃ ফেসবুক প্রোফাইলের তথ্যকে কেন্দ্র করে অপহরণ ও হামলার শিকার শিক্ষক আমিনুর রহমান, থানায় জিডির সিদ্ধান্ত
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আমিনুর রহমান আজ (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক ৪টার দিকে এক নৃশংস হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোটরসাইকেলযোগে আগত দুইজন সন্ত্রাসী তাকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর হত্যার চেষ্টা চালায়।
আহত শিক্ষক আমিনুর রহমান দৈনিক সতর্ক বার্তার সম্পাদক মোঃ অমিদ হাসানকে রাত ৯টার দিকে ফোনে বিস্তারিত ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, "সাধক কবিরাজ" নামক একটি ফেসবুক আইডি তার প্রোফাইল থেকে বিদ্যালয়ের নাম পেয়ে তাকে টার্গেট করেছে। তবে এই ঘটনার সঙ্গে "সাধক কবিরাজ" আইডির সংশ্লিষ্টতার কোনো প্রমাণ আমিনুর রহমানের কাছে নেই।
তিনি আরও জানান, শুধুমাত্র ফেসবুক প্রোফাইলের তথ্যের ভিত্তিতে ওই আইডির নামে থানায় জিডি করলে তার নিজেরই প্রাণনাশের ঝুঁকি তৈরি হতে পারে। তাই সরাসরি "সাধক কবিরাজ" নাম উল্লেখ না করে, ঘটনার মূল সন্দেহভাজনদের গ্রেফতার করে তদন্ত চালানোর দাবিই বেশি যৌক্তিক বলে মনে করছেন তিনি।
উল্লেখ্য, বিদ্যালয়ের প্রায় ৯৯% শিক্ষার্থী ও শিক্ষক ফেসবুকে বিদ্যালয়ের নাম ব্যবহার করলেও শুধুমাত্র তার ক্ষেত্রেই এই হামলার ঘটনা অত্যন্ত সন্দেহজনক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Post a Comment