মাওনা চৌরাসায় বেপরোয়া পিকআপের দৌরাত্ম

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল সাড়ে দশটার দিকে গাজীপুরের মাওনা চৌরাসা ফ্লাইওভারের নিচে একটি বেপরোয়া পিকআপ ভ্যানের অসতর্ক চালনার কারণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, তিনি মাওনা রোডের যানজটে আটকে থাকা অবস্থায় দেখতে পান পিকআপ ভ্যানটি অত্যন্ত বেপরোয়া গতিতে এবং হঠাৎ লেন পরিবর্তন করে চালানো হচ্ছিল। গাড়িটির সাইড গ্লাসে আঘাতের চিহ্ন ছিল, যেটি দেখে মনে হচ্ছিল কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙার চেষ্টা করেছিল বা কোনো সংঘর্ষে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চালকের চালনা ছিল চরম অসচেতন ও দায়িত্বহীন। সাধারণ রাস্তায় চলাচলের সময় যে ধৈর্য, সহনশীলতা ও মানবতা থাকা দরকার, তা ছিল না। এ ধরনের আচরণে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত।

তিনি আরও বলেন, “সবাইকে বুঝতে হবে, রাস্তায় শুধু নিজে চলা নয় — অন্যদের নিরাপত্তা নিশ্চিত করাও দায়িত্ব।

স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেন এ ধরনের বেপরোয়া চালক এবং গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একজন পথচারী বলেন, "যে মা-বাবা অনেক কষ্ট করে সন্তান বড় করেন, রাস্তায় এমন চালকদের জন্য যদি সেই সন্তান প্রাণ হারায়, তাহলে সেই কান্না সারাজীবনের জন্য হয়।"

Post a Comment

Previous Post Next Post