নিঃস্বার্থ পুরুষ তাছলিমা আক্তার মুক্তা

পুরুষ নামের অর্থ তুমি 
খুঁজতে যেয়ো না , 
পুরুষ নয় ভোগ বিলাসী 
নয় তো কামনা ।  

পুরুষ হলো কষ্টি পাথর  
চেনা বড়ো দায় , 
বুকের ভেতর আগুন পুষে 
ধুয়োর প্রকাশ নাই । 

ঘাম জড়িয়ে বলবে হেসে 
এই তো আছি বেশ,
পরিবারের দায়িত্ব পালনে
নিজেকে করে শেষ । 

পরিবার হলো বাবা-মা
 ভাই বোন কিংবা স্ত্রী , 
সন্তানের দায়িত্ব পালন 
করেন পুরুষ নামক মিস্ত্রি । 

রোদ বৃষ্টিতে ভিজে ভিজে 
পুড়ায় নিজের দেহ , 
পুরুষের মতো নিঃস্বার্থ 
আর হয় না কেহ ।

Post a Comment

Previous Post Next Post