ভাঙাচোরা মন কবি তাছলিমা আক্তার মুক্তা


তিন ছয়ে আঠারো হয় 
দুই যোগে বিশ , 
এসব হিসাব করিনা ভাই 
তাই লেখা উনিশ বিশ । 

ছন্দ মাত্রা আসেনা মাথায় 
আসেনা অক্ষর বৃত্ত , 
আজেবাজে সারাক্ষণ তাই 
কলমে করে নৃত্য । 

শিখছি তবু অনেক কিছু 
সকাল থেকে রাত , 
লিখতে লিখতে একদিন 
হবে পাকাপোক্ত হাত । 

সেদিন সবাই বলবে সফল
কেউ ধরবে না ভুল , 
খুশি হয়ে সেদিন সবাই 
আমায় দিবে ফুল । 

সেই আশাতে লেখছি রোজ
একদিন পূরণ হবে সাধ , 
সেদিন সবাই বলবে ডেকে 
এরাই কবির জাত । 

কি বলেন ভাই ঠিক বলছি
নাকি দিনের সপন, 
অবশেষে ফিরবে নীড়ে 
আমার ভাঙাচোরা মন ।

Post a Comment

Previous Post Next Post