নতুন আকাশ হবো মাহমুদ আল মামুন

ভীষণ ইচ্ছে হয় নতজানু হই তার কাছে
প্রিয় মাটিতে বিশ্বাসের হাত রেখে বলি,
সামান্য করবী বৃক্ষের একটি পুষ্প হবো।

ইচ্ছে হয় প্রভাতের হাওয়ায় প্রার্থনা করি
আবার দীর্ঘ হউক বুকের সূর্য সকাল,
তার কাছে চেয়ে নেবো শুদ্ধ আলোর কণা
নিশ্চিত অমর হয়ে বেঁচে যাবো হাজার বছর।

কেন শুনালে কঠিন প্রাচীর ভাঙার গান
আমি যে নতুন গ্রহের আগমন বার্তা শুনি,
ওখানে মানবিক খামারে ফুটবে হৃদিফুল
হৃদিজলে হেসে হেসে ভাসবে অনন্য কুসুম।

যদি প্রিয় আকাশে প্রিয় ছায়াপথ হও
প্রক্সিমার কাছাকাছি দাঁড়িয়ে দেখবো সব,
দেখে-দেখে হেসে উঠবো পৃথিবীর ভঙিমায়
করবীর গন্ধ বুকে নিয়ে নতুন আকাশ হবো।

Post a Comment

Previous Post Next Post