নাটোরের সিংড়ায় শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো ‘জুলাই শহীদদের’ স্মরণে আলোচনা সভা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সিংড়া উপজেলা পরিষদের প্রশাসন ভবনের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন—
সিংড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ
উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ
উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক
যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল লতিফ মিয়া
জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মামুন ও তুহিন প্রমুখ
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা-পরবর্তী সময়ের সাহসী ‘জুলাই আন্দোলনের’ তাৎপর্য এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। এছাড়াও তারা তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment