কুড়িগ্রামের ফুলবাড়ীতে তুচ্ছ ঘটনার জেরে টিন দিয়ে রাস্তাবন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

মুতাসিম তানিম কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের টেপারির বাজার থেকে পশ্চিমে সদ্দারটারী (গাছবাড়ী মসজিদ) সংলগ্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলাচলের একমাত্র সড়কে টিনের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে ওই সড়কে টিন দিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।

ফলে এলাকাবাসীসহ শতশত পথচারী ও যানবাহন—বিশেষ করে অটোরিকশাচালকরা—চরম দুর্ভোগে পড়েছেন। শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী এবং কর্মজীবী মানুষদের বিকল্প কোনো রাস্তা না থাকায় তাদের বাধ্য হয়ে পায়ে হেঁটে ঘুরপথে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধের জেরে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে সড়কটিতে টিন লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করে থাকেন, এটি বাজার ও মসজিদের অন্যতম প্রধান সংযোগ সড়ক।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত ওই বেড়া অপসারণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post